চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব দৈনিক বিজয় সংবাদ দৈনিক বিজয় সংবাদ প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয়ে পেশাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি। বিবৃতিতে তিনি বলেন, ‘ঐধহহধহ জধযরস ঞধষঁশফধৎ’ নামের একটি ফেসবুক পোস্টে ১৪ জুন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে ‘সাংবাদিক পরিচয়ে তল্লাশি’ নামক এক কর্মকাণ্ডের ছবি ও বিবরণ শেয়ার করা হয়। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে। উক্ত পোস্টে এম হান্নান রহিম তালুকদার নামের ব্যক্তিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলে দাবি করা হয়। বিষয়টি অত্যন্ত বিভ্রান্তিকর ও দুঃখজনকভাবে প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে, এম হান্নান রহিম তালুকদার চট্টগ্রাম প্রেস ক্লাবের কোনো সদস্য নন। তিনি কখনো প্রেস ক্লাবের কোনো কার্যক্রম বা সদস্যপদে জড়িত ছিলেন না এবং বর্তমানেও নেই। চট্টগ্রাম প্রেস ক্লাব পেশাদার, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে। ভুয়া পরিচয়ের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীর বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকে। কেউ যদি প্রেস ক্লাবের নাম ব্যবহার করে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। জনসাধারণ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সকলকে এমন ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হলো। SHARES সংবাদ শিরোনাম বিষয়: